ইমরুলের সেঞ্চুরিতে আলো দেখছে বাংলাদেশ

ইমরুলের ব্যাটে আলো দেখছে বাংলাদেশ

ইমরুলের সেঞ্চুরিতে আলো দেখছে বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৫ ওভারের মধ্যে নেই ৩ ব্যাটসম্যান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস আজ করেন মাত্র ৪ রান। অভিষেকেই শূন্য রানে আউট হন ফজলে মাহমুদ।

২০০ পার করাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে বিপদের মুখে হাল ধরেন ইমরুল কায়েস। এক পাশে যখন বোলিং তোপে টপাটপ পড়ছিল উইকেট, তখন অন্যপাশ ধরে রেখে বাংলাদেশকে একটি চ্যালেঞ্জিং জায়গায় তুলে আনলেন ইমরুল কায়েস। শুধু তাই নয়, একই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারে ৩য় সেঞ্চুরিটাও তুলে নিলেন বাংলাদেশ দলের এই ওপেনার।

দীর্ঘদিন পর ওপেনিং পজিশনে ফিরে এসে আবারও নিজের জাত চেনালেন ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে যখন একপাশে লিটন, ফজলে রাব্বি, মুশফিক, মাহমুদউল্লাহ কিংবা মোহাম্মদ মিঠুনরা একে-একে ফিরে যাচ্ছিল, তখন অন্যপাশে হিমালয়ের মত দৃঢ় হয়ে উইকেটে এঁটে বসেছেন ইমরুল।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৪৪.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রান। ইমরুলের স্কোর ১০৬। অন্য প্রান্তে মোহাম্মদ সাইফুদ্দিনের রান ৩৪।

সম্পর্কিত খবর