তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত, নিহত ১৮

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জন নিহত হয়েছেন। ছবি-গেটি ইমেজ

তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত, নিহত ১৮

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

তাইওয়ানে একটি দ্রুতগামী ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনায় আরও ১৮৭ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার বিকেলে দেশটির ইলান কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়েছে, রাজধানী তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরবর্তী সু-আও শহরের জিনমা স্টেশনের নিকটবর্তী একটি জায়গায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

পুয়ুমা এক্সপ্রেস ট্রেনটি রাজধানী তাইপেই থেকে দক্ষিণাঞ্চলীয় টাইটুংগ কাউন্টির দিকে যাচ্ছিল। তবে তাৎক্ষণিকভাবে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি।

তাইওয়ান রেলওয়ে প্রশাসনের প্রধান জেসন লু বলেন, ট্রেনটির চারটি বগি উল্টে যায়। হতাহতদের অধিকাংশ ওই চারটি বগিতে ছিলেন।

নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।

৩৬৬ জন যাত্রী নিয়ে ট্রেনটি তাইপেই থেকে টাইটুংগ শহরে যাচ্ছিল। দুর্ঘটনার পর অনেক মানুষ আটকে থাকতে পারে বলে জানিয়েছে তাইওয়ানের কেন্দ্রীয় সংবাদ সংস্থা। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাইওয়ান রেলওয়ে জানিয়েছে, ট্রেনটির বয়স হয়েছিল ছয় বছর। দুর্ঘটনার আগে অবশ্য ট্রেনটির অবস্থা ভালো ছিল। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই সময় তাঁরা বিকট শব্দ শুনেছেন এবং পরে আগুনের ফুলকি ও ধোঁয়া উড়তে দেখেছেন।