রাজধানীতে নামছে সাড়ে চার হাজার বাস: সাঈদ খোকন

রাজধানীতে নতুন বাস নামছে

রাজধানীতে নামছে সাড়ে চার হাজার বাস: সাঈদ খোকন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

রাজধানীর সড়কে নিরাপত্তার জন্য নতুন করে সাড়ে চার হাজার বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

সোমবার রাজধানীর নগরভবনের সামনে ‘নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে এক র‌্যালি পূর্ব অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

তিনি জানান, চার-পাঁচটি কোম্পানির মাধ্যমে এ বাসগুলো নামানো হবে।

‘আমাদের পথ আমাদের হাতেই নিরাপদ’ স্লোগানে এ র‌্যালি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ অন্য কর্মকর্তারা।

এ সময় মেয়র সাঈদ খোকন বলেন, অসুস্থ প্রতিযোগিতায় ঢাকার রাস্তায় চলা বাসগুলোকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা ও নতুন বাস মনিটরিং করে নিরাপদ সড়ক গড়তে ১০টি সংস্থার প্রধানদের নিয়ে একটি কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কমিটিতে আমাকে আহ্বায়ক করা হয়েছে।

র‌্যালির আয়োজন করা হয় ডিএনসিসি, নির্মল বায়ু, টেকসই পরিবেশ (সিএএসই) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটি প্রকল্পের মাধ্যমে।

র‌্যালিটি নগর ভবন থেকে বঙ্গবাজার মোড় হয়ে আবার নগরভবনে এসে শেষ হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর