পুলিশে চাকরি পেতে কুমারীত্বে'র পরীক্ষা!

ইন্দোনেশিয়ার নারী পুলিশ।

পুলিশে চাকরি পেতে কুমারীত্বে'র পরীক্ষা!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সেনাবাহিনী ও পুলিশে চাকরি নিতে গেলে সুন্দরী হওয়ার পাশাপাশি কুমারীও হতে হবে। এমন নিয়ম জারি করা হয়েছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়।

সেখানে সেনাবাহিনীতে নিয়োগ পেতে হলে তাকে অবশ্যই কুমারীত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আর পুলিশ বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে নারীদের ‘টু ফিঙ্গার টেস্ট’ পরীক্ষা দিতে হয়।

সেই সঙ্গে এই নারীদের সুন্দরীও হতে হবে।

এদিকে, নিয়োগের আগে কুমারীত্ব পরীক্ষার নীতি বন্ধ করতে ইন্দোনেশিয়া সরকারে প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

সূত্রে জানা গেছে, সম্প্রতি ইন্দোনেশিয়ার পুলিশ বাহিনীতে নারী সদস্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশে চাকরি পেতে হলে নারীদের কুমারী হতে হবে। শুধু কুমারী হলেই চলবে না, হতে হবে সুন্দরীও।

এ নিয়োগ বিজ্ঞপ্তি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ইন্দোনেশিয়ার এমন সিদ্ধান্তের বিরোধীতা করে হিউম্যান রাইটস ওয়াচ'র মুখপাত্র আন্দ্রে হারসোন বলছেন, এটা নারী স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্যতম বাধা। এছাড়া এই নীতি নারীদের বিরুদ্ধে ‘বৈষম্য ও আক্রমণমূলক’।

তবে ইন্দোনেশিয়া এ যুক্তির বিরুদ্ধে বলছে, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার অংশ এটি এবং নতুন নিয়োগের জন্য এই নীতি মেনে চলা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর