মাদারীপুরে ২৭ জেলের কারাদণ্ড

মাদারীপুরে ২৭ জেলের কারাদণ্ড

মাদারীপুরে ২৭ জেলের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ২৭ জেলেকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে মাদারীপুরের ভ্রাম্যমান আদালতের একটি টিম। সোমবার রাত ৯ টার দিকে মাদারীপুর সার্কিট হাউসে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতিমা আজরিন তন্বি এই কারাদণ্ড দিয়েছেন।

মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সাত্তার জানিয়েছেন, সারাদিন মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীতে প্রশাসন, মৎস্য অফিস ও র‌্যাবের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৭ জন জেলেকে আটক, এক মণ মাছ ও ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়।

তিনি বলেন, পদ্মা নদীর পাড়ে ৫০ হাজার মিটার জাল আগুনে পোড়ানো হয় এবং আটককৃতদের মাদারীপুর সার্কিট হাউসে নিয়ে এসে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৭ দিন করে কারাদণ্ড দেয়া হয়েছে।

উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা বিতরণ করা হয়েছে।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর