সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা শুরু

জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা শুরু

সিলেটে ঐক্যফ্রন্টের জনসভা শুরু

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যজোটের প্রথম জনসভা শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ঠিক বেলা ২টায় শুরু হয় সভা। অতিথিদের অনেকেই মঞ্চে এসে পৌঁছেছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন জোটের প্রধান সমন্বয়ক ড. কামাল হোসেন এবং প্রধান বক্তা হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেটের এই সভায় সভাপতিত্ব করছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং পরিচালনা করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

শুরুতেই স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম।

এর আগে বেলা ১২টা থেকেই খন্ড খন্ড মিছিলে সভাস্থলে আসতে শুরু করেন জোটের শরীক দলগুলোর নেতাকর্মীরা। সময় বাড়ার সাথে নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে যায় রেজিস্ট্রারি মাঠ।

সমাবেশস্থলে এখন পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরই আধিক্য চোখে পড়েছে।

যে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সমাবেশস্থলে পুলিশ ও র‌্যাবকে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

সমাবেশস্থলেমিছিলসহ যোগ দিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী বলয়, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান বলয়, ফরহাদ চৌধুরী শামীম ও আবদুল আহাদ খান জামাল বলয়ের নেতাকর্মী। এর আগে আরোও বেশ কয়েকটি খন্ড খন্ড মিছিল সমাবেশস্থলে এসে জড়ো হয়। সমাবেশস্থলে সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। সমাবেশ শুরুর কিছু আগে কেন্দ্রীয় নেতারা এসে যোগ দেন।

সমাবেশে যোগ দিতে মঙ্গলবার সিলেটে পৌঁছান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, আমানউল্লাহ আমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্যসচিব মোস্তফা আমিন।

আগে থেকেই সিলেটে অবস্থান করছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদী লুনা।

বুধবার ভোর ছয়টার ফ্লাইটে সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। পরে সকাল সাড়ে ছয়টায় হযরত শাহ জালালের (রহ.) মাজার জিয়ারত করেন তারা।

এতো সব হেভিওয়েট নেতাদের অংশগ্রহণে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে কী বার্তা আসে, তা নিয়ে রাজনীতি সচেতন মানুষদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সম্পর্কিত খবর