গরুর গোয়ালে চানাচুর কারখানা!

নাটোরে নকল চানাচুর তৈরির কারখানাকে জরিমানা

গরুর গোয়ালে চানাচুর কারখানা!

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় গরুর গোয়াল ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও এক মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে নলডাঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নলডাঙ্গা থানা পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম জানান, বুধবার নিয়মিত বাজার তদারকি করতে উপজেলার নলডাঙ্গা বাজারে ও একটি চানাচুর কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সোনাপাতিল গ্রামে গরুর গোয়াল ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে রথীনের বোম্বে ও স্পেশাল চানাচুর তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের দায়ে কারাখানাটির মালিক রবীন দেবনাথের ছেলে মানিক দেবনাথকে সাড়ে ৭ হাজার টাকা ও মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় নলডাঙ্গা বাজারের সচ্ছ জেনারেল ষ্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে চানাচুর কারখানায় কাপড়ের রং দিয়ে তৈরি বুট ও রং মেশানো ময়দা জব্দ করে ধ্বংস করা হয়।

সম্পর্কিত খবর