তৃতীয় স্ত্রীর মেয়েকে চতুর্থ স্ত্রী দাবি, অতঃপর...

ভণ্ড ফকির আমিনুর

তৃতীয় স্ত্রীর মেয়েকে চতুর্থ স্ত্রী দাবি, অতঃপর...

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তৃতীয় স্ত্রীর মেয়েকে চতুর্থ স্ত্রী দাবি করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ১৩ সন্তানের বাবা। বরিশালের মুলাদী উপজেলার খালাসিরচর গ্রাম থেকে আমিনুর ব্যাপারী (৫২) নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এ সময় তার আস্তানা থেকে ছুরি, চাপাতি, রামদা, দা এবং বিপুল ফকিরগিরির বিভিন্ন বই উদ্ধার করা হয়।

১৩ সন্তানের জনক আমিনুর ওই গ্রামের মৃত মুজাহার বেপারীর ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে ঝাড় ফুঁর নামে এলাকায় প্রতারণা চালিয়ে আসছিল। আমিনুরের ঘরে তিনজন স্ত্রী ছাড়াও আগে তিনটি বিয়ে করেছেন।

মুলাদী থানা পুলিশের ওসি জিয়াউল আহসান এ তথ্য নিশ্চিত করে বলেন, স্ত্রী ইয়াসমিনের সঙ্গে আগের স্বামী আলাউদ্দিন বেপারীর ঔরসের মেয়ে লামিয়া খানমকে নিয়ে নিজের বাড়িতে বসবাস করে আসছিল আমিনুর। লামিয়া ধীরে ধীরে বড় হলে তার ওপর কুনজর পড়ে তার।

মেয়েকে ভণ্ড স্বামীর হাত থেকে রক্ষা করতে ইয়াসমিন এক বছর আগে লামিয়াকে নিয়ে বাবার বাড়ি চলে যান। এ অবস্থায় আমিনুর প্রতারণার মাধ্যমে আদালতের একটি এফিডেভিট দেখিয়ে স্ত্রী ইয়াসমিনের মেয়ে লামিয়াকে চতুর্থ স্ত্রী দাবি করে।

তিনি আরও জানান, গত ১৪ আগস্ট লামিয়াকে পাওয়ার জন্য বরিশাল নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে আমিনুর। আদালত কাগজপত্রের সূত্রে লামিয়াকে উদ্ধার করে আমিনুরের কাছে পৌঁছে দেওয়ার জন্য মুলাদী থানা পুলিশকে নির্দেশ দেয়।

লামিয়াকে উদ্ধার করতে গিয়ে তার মা ইয়াসমিন পুলিশকে জানান, আমিনুরের তিনজন স্ত্রী থাকার পর তার মেয়ে লামিয়াকে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। এর প্রতিবাদ করলে ধারাল অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেয় সে।

ওসি জিয়াউল আহসান বলেন, প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ তাকে ধারাল অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর