প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী জলি

ফাইল ছবি

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী জলি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রীর সহযোগিতা চান ক্যানসারে আক্রান্ত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রেহানা জলি। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে জলি এ তথ্য জানিয়েছেন। এই রোগ থেকে মুক্তি পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা চেয়েছেন তিনি।

রেহানা জলি বলেন, আমি চাই, আমার জীবনের এ কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মমতার হাত আমার দিকে বাড়িয়ে দিক।

তিনি বলেন, আমার ফুসফুসে ক্যান্সার হয়েছে। সেখান থেকে ইনফেকশন হয়ে মেরুদণ্ডেও প্রবলেম শুরু হয়েছে। প্রায় দেড় বছর হয়ে গেল, অভিনয় করতে পারছি না, বাসাতেই থাকি। আমার বোনদের সহযোগিতায় চিকিৎসা করছি।

তবে চিকিৎসার ব্যয়ভার বহন করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।

রেহানা জলি ১৯৮৫ সাল থেকে এখন পর্যন্ত চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে জলির যাত্রা শুরু হয়।

প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই ১৯৮৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জলি। ‘মা ও ছেলে’র পর তিনি ‘নিষ্পাপ’, ‘বিরাজ বৌ’, ‘প্রেম প্রতিজ্ঞা’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেন। স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ অভিনেত্রীই এখন ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ঘরবন্দী হয়ে আছেন। করতে পারছেন না অভিনয়।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর