ইভিএম বাতিল চেয়ে খুলনায় বিএনপির স্মারকলিপি

ইভিএম বাতিল চেয়ে খুলনায় বিএনপির স্মারকলিপি

 সামছুজ্জামান শাহীন, খুলনা

আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট বাতিল চেয়ে খুলনায় নির্বাচন কমিশনকে (ইসি) স্মারকলিপি দিয়েছে বিএনপি।  

একই সাথে তারা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি, মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের হয়রানী বন্ধের দাবি জানান। বৃহস্পতিবার দুপুরে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুচ আলীর কাছে এসব দাবি জানিয়ে স্মারকলিপি দেয় বিএনপি। এ সময় নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সাংসদ সেকেন্দার আলী ডালিম, বিএনপি নেতা অধ্যক্ষ তারিকুল ইসলাম ও ফখরুল আলম উপস্থিত ছিলেন।

 

এদিকে এর আগে সকালে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গেলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাধা প্রদান করে। তারা কার্যালয়ের ভেতরে প্রবেশে বাধা দেয়। দুপক্ষের তর্ক-বিতর্কের পর স্বল্প পরিসরে বিএনপির কয়েকজন নেতাকে কার্যালয়ে প্রবেশের অনুমতি দেয়া হয়।  

নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, পুলিশ কোন কারণ ছাড়াই বিএনপিকে বাধা দিয়েছে।

আমরা আগামী সংসদ নির্বাচনে ইভিএম বাতিল ও খুলনায় ইভিএম প্রদর্শনী বর্জনের কথা জানাতে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়েছিলাম। কিন্তু পুলিশ প্রথমে কার্যালয়ে ঢুকতে আপত্তি জানায়। পরে মাত্র কয়েকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়।

 

NEWS24▐ কামরুল