রাঙামাটিতে শ্রমিক ইউনিয়নের সকাল-সন্ধ্যা ধর্মঘট পালিত

রাঙামাটিতে পরিবহন ধর্মঘট পালিত

রাঙামাটিতে শ্রমিক ইউনিয়নের সকাল-সন্ধ্যা ধর্মঘট পালিত

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

এক বাস চালকে ৩মাস কারাদণ্ডের প্রতিবাদে রাঙামাটি-চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালন করেছে শ্রমিক ইউনিয়নের নেতারা। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাঙামাটি থেকে ধর্মঘট কর্মসূচী শুরু করে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।  

ফলে অভ্যন্তরীণ রাঙামাটি-কাপ্তাই-চট্টগ্রাম ও খাগড়াছড়ি সড়কে কোন বাস-ট্রাক চলাচল করেনি। ধর্মঘটের কারণে বাস-ট্রাকগুলো সারাদিন পড়েছিল টার্মিনালে।

অন্যদিকে হঠাৎ বাস ধর্মঘটের কারণে বিপাকে পড়ে দূর থেকে আগত পর্যটকসহ সাধারণ মানুষ। তবে শহরে অটোরিকশা (সিএনজি) চলাচল স্বাভাবিক থাকায় মানুষের মাঝে কিছুটা স্বস্থি ফিরে আসে।  

এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের নেতারা বলেন, গত বুধবার চট্টগ্রাম-হাটহাজারী সড়কে সংকেত অমান্য করায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম এক বাস চালককে ৩ মাসের কারাদন্ড দেন। এর প্রতিবাদ ও বাস চালককে মুক্তির দাবিতে এ ধর্মঘট কর্মসুচী পালন করা হয়।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর