চাপের মুখে অনুমতি দিল সৌদি

খাশোগির ছেলে (বামে) ও সৌদি যুবরাজ

চাপের মুখে অনুমতি দিল সৌদি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে অবশেষে জামাল খাসোগির ছেলে সালাহ খাসোগিকে দেশ ত্যাগের অনুমতি দিয়েছে রিয়াদ। পরে খাসোগির বড় ছেলে সালাহ পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে চলে যায়। খাসোগি পরিবারের বিশ্বস্ত একটি সূত্র গণমাধ্যমকে এ খবর জানিয়েছে।

সৌদি সরকারের নিষেধাজ্ঞার কারণে খাসোগির ছেলে সৌদি আরবের বাইরে যেতে পারছিলেন না।

এ কারণে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সৌদির সমালোচনা করে আসছিল।

সম্প্রতি খাসোগির ছেলে সালাহকে রাজপ্রাসাদে ডেকে এনে তাকে সাক্ষাৎ দেন সৌদি রাজা সালমান ও যুবরাজ মুহাম্মাদ। এর কয়েক দিন পরই তাকে ভিন্ন দেশে যাওয়ার অনুমতি দেওয়া হলো।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে জামাল খাসোগিকে হত্যা করা হয়েছে।

অভিযোগ রয়েছে, যুবরাজের নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় খাসোগিকে হত্যা করা হয়েছে। গত বছর যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের ক্ষমতার কেন্দ্রে আসার পর থেকে রোষানলে পড়েন ৫৯ বছর বয়সী খাসোগি। তিনি দেশ ছেড়ে স্বেচ্ছা নির্বাসনে আমেরিকায় চলে যান। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এ যুবরাজের কর্মকাণ্ডের সমালোচনা করে একের পর এক কলাম লিখেছিলেন খাসোগি।

ঘটনার ১৭ দিন পর গত শনিবার কনস্যুলেট ভবনের ভেতরই সাংবাদিক জামাল খাসোগি নিহত হয়েছেন বলে স্বীকার করেছে সৌদি আরব।

এর আগ পর্যন্ত দেশটি বলে আসছিল, খাসোগি কাজ শেষে কনস্যুলেট থেকে বেরিয়ে গেছে এবং তার নিখোঁজের ব্যাপারে তারা কিছু জানে না। কিন্তু ক্রমাগত আন্তর্জাতিক চাপের মুখে খাসোগির পরিণতির বিষয়ে মুখ খোলে সৌদি কর্তৃপক্ষ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর