যৌন নিপীড়ন, গুগলের ৪৮ কর্মী বহিষ্কার

গুগলের ৪৮ কর্মী বহিষ্কার

যৌন নিপীড়ন, গুগলের ৪৮ কর্মী বহিষ্কার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যৌন নিপীড়নের দায়ে ১৩ জন ঊধ্বর্তন কর্মকর্তাসহ ৪৮ কর্মীকে বহিষ্কার করেছে তথ্য প্রযুক্তি জায়ান্ট গুগল।

বৃহস্পতিবার গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের এক মেইল বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক সংবাদের প্রেক্ষিতে এ মেইল বিবৃতি দেন পিচাই।  

নিইউয়র্ক টাইমসের খবরে বলা হয়, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের প্রবর্তক অ্যান্ডি রুবিনের বিরুদ্ধে অসদাচরণের অনেক অভিযোগ উঠলেও গুগল কর্তৃপক্ষ তাকে ‘এক্সিট প্যাকেজ’ হিসেবে নয় কোটি মার্কিন ডলার দেয়।

এছাড়াও বলা হয়, অনেক অভিযোগ উঠলেও গুগল কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।  

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই ইমেইল বিবৃতিতে জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে আমরা অনেক পরিবর্তন এনেছি। ঊধ্বর্তন জায়গায় থাকলেও কারও বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।

সুন্দর পিচাইয়ের ইমেইল বিবৃতিতে আরও বলা হয়, বহিষ্কার হওয়া ৪৮ কর্মীর কেউ ‘এক্সিট প্যাকেজ’ সুবিধা পাননি।


উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ২০১৮ সালের এ পর্যন্ত যৌন নিপীড়নের দায়ে ৪৮ কর্মীকে বহিষ্কার করেছে গুগল।


(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর