প্রচার সংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন: তথ্যমন্ত্রী 

প্রচার সংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন

প্রচার সংখ্যায় শীর্ষে বাংলাদেশ প্রতিদিন: তথ্যমন্ত্রী 

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার শীর্ষে বাংলাদেশ প্রতিদিন। সংসদে এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২৩তম অধিবেশনে বৃহস্পতিবার সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের (পটুয়াখালী-৩) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ  থেকে বর্তমানে ৪৮৯টি জাতীয় দৈনিক পত্রিকা প্রকাশিত হয়।

পরিশিষ্ট ক-তে সার্কুলেশন অনুযায়ী ২০১৮ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তথ্য মন্ত্রণালয়ের প্রদত্ত সে তালিকা তুলে ধরা হয়। সেই তালিকার শীর্ষে বা এক নম্বরে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নাম। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দৈনিক প্রথম আলো, তৃতীয় স্থানে দৈনিক কালের কণ্ঠ, চতুর্থ স্থানে দৈনিক যুগান্তর, পঞ্চম স্থানে দৈনিক ইত্তেফাক, ষষ্ঠ স্থানে দৈনিক জনকণ্ঠ, সপ্তম স্থানে দৈনিক আমাদের সময়, অষ্টম স্থানে দৈনিক সমকাল, নবম স্থানে মানবকণ্ঠ ও দশম স্থানে দৈনিক আলোকিত বাংলাদেশ।

এ সময় তিনি আরও জানান, পটুয়াখালী জেলা থেকে ৯টি পত্রিকা প্রকাশিত হয়।

এর মধ্যে সাতটি দৈনিক, একটি সাপ্তাহিক ও একটি পাক্ষিক।

উল্লেখ্য, এর আগে ২০১২ সালের ২০ নভেম্বর, ২০১৩ সালের ১২ জুন, ২০১৪ সালের ১১ মার্চ, ২০১৫ সালের ৩ মার্চ এবং ২৯ মার্চ, ২০১৬ সালের ৪ মে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশ প্রতিদিনের শীর্ষস্থানে থাকার তথ্য জানিয়েছিলেন।

(নিউজ টোয়েন্টিফের/তৌহিদ)

সম্পর্কিত খবর