ইমরুল-সৌম্যে বাংলাদেশ ১০০

ইমরুল-সৌম্যে বাংলাদেশ ১০০

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জিম্বাবুয়ের পেসার জারভিসের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই লেগ বিফোরের শিকার হন বাংলাদেশের ওপেনার লিটন দাস।

সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণাত্বক ব্যাটিং করছেন ধারাবাহিক ব্যাটসম্যান ইমরুল কায়েস। তাকে সঙ্গ দিচ্ছেন আরেক হার্ডহিটার সৌম্য সরকার। এই দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।

১৫ ওভার শেষে বাংলাদেশ করেছে এক উইকেটে ১০০রান।
ইমরুল ৪৯ বলে ৫৮ ও সৌম্য ৪২ বলে ৪১ রানে ব্যাট করছেন।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটের বিনিময়ে ২৮৬ রান।

(নিউজ টোয়েন্টিফের/তৌহিদ)

সম্পর্কিত খবর