সৌম্যের পর ইমরুলও

সৌম্য-ইমরুল

সৌম্যের পর ইমরুলও

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌম্য সরকারের পর সেঞ্চুরি হাকালেন সিরিজের ধারাবাহিক ব্যাটসম্যন ইমরুল কায়েসও। নয়টি ৪ ও একটি ৬-য়ে ১০০ রান করেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২৮৭ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগাররা। গোল্ডেন ডাকের শিকার হন লিটন।

তবে ধাক্কা সামলে ব্যাটিং করছেন ইমরুল কায়েস ও সৌম্য সরকার।

বর্তমানে ইমরুল ৯৯ বলে ১০০ ও মুশফিক ১৭ বলে ছয় রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেয়া ২৮৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানে লিটন দাস জারভিসের বলে ০ রানে ফিরলেও আক্রমনাত্বক ব্যাটিং তত্ত্ব থেকে বেরিয়ে আসেনি স্বাগতিক বাংলাদেশ।
 
দ্বিতীয় উইকেটে দারুণ দাপুটে ব্যাটে দলকে জয়ের বন্দরে নোঙার করাতে ক্রিজের অপর প্রান্তে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন ইমরুল কায়েস।

ম্যাচের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট খরচায় সফরকারীরা ২৮৬ রান সংগ্রহ করে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর