‘যুক্তরাষ্ট্রের ‘ওয়ার মেশিন’ থামিয়ে দিল ইরান’

ট্রাম্প-রুহানি

‘যুক্তরাষ্ট্রের ‘ওয়ার মেশিন’ থামিয়ে দিল ইরান’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাষ্ট্রের ‘ওয়ার মেশিন’ থামিয়ে দিয়েছে ইরান। শুক্রবার তেহরানে জুমার নামাজের খুতবায় ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ হোসেন তোরাবি ফার্দ এ কথা বলেন।

খতিব বলেন, ইরানের প্রতিরক্ষা শক্তির সামনে মার্কিন সামরিক শক্তি অসহায় হয়ে পড়েছে। মার্কিন ও ইহুদিবাদী ‘ওয়ার মেশিন’ কাদায় আটকে গেছে।

ইরান যুদ্ধ ঠেকিয়ে দেওয়ার নীতি-কৌশল অনসুরণ করছে বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে মোহাম্মাদ হোসেন তোরাবি ফার্দ বলেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট এবং প্রাচ্য ও প্রাশ্চাত্যের বিশ্লেষকরাও স্বীকার করছেন আমেরিকার মোকাবেলা করে ইরান উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রেখেছে। আমেরিকা শুধু ইরান নয় বরং গোটা মুসলিম উম্মাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও দৃঢ়তা জোরদারের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ওপর থেকে যুদ্ধের ছায়া সরিয়ে দেওয়া সম্ভব বলে তিনি মনে করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর