জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ধবল ধোলাই হলো জিম্বাবুয়ে

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

টানা তৃতীয়বারের মতো জিম্বাবুয়ে ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ দল। এ পর্যন্ত চারবার টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে।

শুক্রবার টসে জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাট করতে পাঠায়। ৫ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে বাংলাদেশের রেকর্ড ২২০ রানের জুটি গড়ে দলের জয়ের পথ সহজ করে দেন ইমরুল কায়েস। বাংলাদেশ ৪৭ বল আগে ৭ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে দলের বাইরে থাকা সৌম্য শুক্রবার সিরিজের শেষ ম্যাচে দলে ফিরেই সেঞ্চুরি তুলে নেন।

ওয়ানডে ক্রিকেটে নিজের ৩৫তম ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ৯২ বল খেলে ৯ চার ও ৬ ছক্কায় ১১৭ রান করেন সৌম্য।

একদিনের ক্রিকেটে সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৫ সালের এপ্রিলে ঢাকায়। পাকিস্তানের বিপক্ষে ১১০ বল খেলে ক্যারিয়ার সেরা ১২৭* রান করেন সৌম্য। ওয়ানডেতে ছয়টি ফিফটির পাশাপাশি তার দুটি সেঞ্চুরি রয়েছে তার।

সম্পর্কিত খবর