ভোলায় ঐতিহ্যবাহী কবিগানের আসর 

ভোলায় ঐতিহ্যবাহী কবিগানের আসর 

 ভোলা প্রতিনিধি 

ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামে আড়াই শত বছরের ঐতিহ্যবাহী কবিগানের আসর হিন্দু-মুসলমানের মিলন মেলায় পরিণত হয়েছে। শুক্র-শনি দুই দিন ব্যাপী অনুষ্ঠিত এই আসর উপভোগ করতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। কবি গানকে কেন্দ্র করে বসেছে নানা পসরা সাজিয়ে রকমারি পন্যের মেলা।  

আকাশ সংস্কৃতির প্রভাবে হারিয়ে যেতে বসেছে আমাদের দেশীয় বাঙালী সংস্কৃতি।

জারী, সারী, ভাটিয়ালীর পাশাপাশি গ্রাম বাংলার কবিগানও এখন বিলুপ্তির পথে। সেই কবি গানের ঐতিহ্য ধরে রাখতে ভোলা সদরের বাপ্তা গ্রামের মহাজন বাড়িতে শুক্র ও শনিবার দুই দিন ধরে দিন-রাত একটনা চলছে কবি গানের আসর।  

কবি গানের আসরে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন হাজারো ভক্ত ছুটে এসেছে। প্রতিবছর লক্ষীপূজার এক মাস পর এই আসর শুরু হয়।

আজ শনিবার শেষ দিন গভীর রাত পর্যন্ত চলবে গানের আসর। শ্রোতাদেরকে কবিগান শুনিয়ে মুগ্ধ করছেন বিভিন্ন জেলা থেকে আগত কবিয়ালরা। দেশাত্মবোধক, ভাবসংগীত আর লালনগীতির সুরের মূর্ছনায় মুখরিত গোটা বাপ্তা গ্রাম।  

এদিকে দূর দূরান্ত থেকে ছুটে আসা গানপাগল মানুষের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছে মহাজনবাড়ির যুবকরা। আগত মানুষকে তিনবেলা খাওয়ানো হয় বিনামূল্যে।  


NEWS24▐ কামরুল
 

সম্পর্কিত খবর