গাজার ৮০ স্থানে ইসরাইলের বিমান হামলা

গাজা থেকে ছোঁড়া ২টি রকেট প্রতিহত করার দৃশ্য; এ কাজে আয়রন ডোম ব্যবহার করেছে ইসরাইল

গাজার ৮০ স্থানে ইসরাইলের বিমান হামলা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অব্যাহত হত্যাযজ্ঞ ও রক্তপাতের প্রতিশোধ নিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসলামি জিহাদ আন্দোলন গতরাতে ইসরাইলকে লক্ষ্য করে বেশ কিছু রকেট হামলা চালিয়েছে ইসলামি জিহাদ আন্দোলন।

এদিকে ইসরাইল দাবি করেছে, এ হামলা আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা ১০টি রকেট ভূপাতিত করেছে এবং বাকিগুলো ফাঁকা জায়গায় পড়েছে।

শুক্রবার গাজা সীমান্তে ইসরাইলি দখলদারিত্ব অবসানের দাবিতে বিক্ষেভ করতে গেলে ফিলিস্তিনিদের ওপর ব্যাপক হামলা চালায় ইসরাইলি সেনারা। হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত ও ২৩০ জন আহত হয়েছেন।

এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে জিহাদ আন্দোলন গতরাতে রকেট হামলা চালায়। জিহাদ আন্দোলন বলেছে, তারা সাধরণত অনেক জটিল পরিস্থিতিতেও শান্ত থাকে কিন্তু তার অর্থ এই নয় যে, ইসরাইলের এমন ভয়াহ হত্যকাণ্ড ও রক্তপাতের সময়ও চুপ করে থাকবে।

গাজা থেকে রকেট হামলার সময় ইসরাইল সাইরেন বাজায় এবং প্রায় সারারাতই তা অব্যাহত ছিল। জানা গেছে- জিহাদ আন্দোলন ৩৪টি রকেট হামলা চালিয়েছে।

আজ সকালে গাজার অন্তত ৮০টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর