খাদ্যনালীতে ৮ ইঞ্চি চামচ নিয়ে এক বছর

খাদ্যনালীতে আটকালো ৮ ইঞ্চি চামচ

খাদ্যনালীতে ৮ ইঞ্চি চামচ নিয়ে এক বছর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মদ খেয়ে বন্ধুদের সঙ্গে বাজি লড়েছিলেন যে আস্ত একটি স্টিলের চামচ খেয়ে ফেলবেন তিনি। যেই কথা সেই কাজ। খেয়েও ফেললেন তিনি।

তারপরই পড়লেন বিপাকে।

খাদ্যনালীতে গিয়ে আটকে যায় ৮ ইঞ্চি লম্বা সেই চামচ।

 সেটি। আর এক বছর ধরে ৮ ইঞ্চির চামচ খাদ্যনালীতে নিয়ে কাটিয়েও দিলেন তিনি। বছর খানেক পরে শুরু বিপত্তির।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘অডিটিসেন্ট্রাল.কম’-এর একটি প্রতিবেদনে এমন একটি খবর প্রচার করা হয়। চিনের জিংজিয়াং প্রদেশের জনৈক ব্যক্তি সেখানকার মেইকুয়াং জেনারেল হসপিটালে হাজির হয়েছিলেন খাদ্যনালীতে চামচ নিয়ে।

হাসপাতাল সূত্রে ভারতীয় গণমাধ্যমের খবর, প্রথমে বছর খানেক তেমন কোনও অসুবিধা হয়নি ওই ব্যক্তির। খেতেও পারছিলেন ঠিক মতো। শ্বাস-প্রশ্বাসেও কোনও অসুবিধা হয়নি। চিকিৎসকের সাহায্য ছাড়াই দিন কেটে যায় তার। কিন্তু একদিন হঠাৎ করে বুকের কাছে চাপ অনুভব করেন তিনি। সঙ্গে শুরু হয় অস্বাভাবিক যন্ত্রণা। কিন্তু সেই ব্যক্তি হাসাপাতালে গিয়ে স্বাভাবিকভাবেই বলেন আমার খাদ্যনালীতে চামচ আটকে রয়েছে।

এ কথা শুনে চরম আশ্চর্য হন চিকিৎসক ইউ ঝিইউ। তিনি বলেন, আমি তো হতবাক হয়ে গিয়েছিলাম। আমি কোনওদিন এমন রোগী পাইনি।  

হাসাপাতালের এক বিবৃতিতে জানানো হয়, ওই ব্যক্তি যখন তাঁদের কাছে আসেন তখন তাঁর খাদ্যনালীতে সংক্রমণ হয়ে গেছে।

চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেন। লোকাল অ্যানাস্থেশিয়া করে চামচটি বের করা হবে মুখ দিয়েই। অবশেষে সে ভাবেই দুঘণ্টার চেষ্টায় চামচটি বের করে চিকিৎসক দল।  

জিংজিয়াং মেইকুয়াং জেনারেল হসপিটালের পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যক্তি ভালো আছেন এবং খুব দ্রুত তাঁকে ছেড়ে দেওয়া হবে।

তবে এমন ঘটনা প্রথম নয়, ২০১৫ সালে তাড়াতাড়ি চাউমিন খেতে গিয়ে এক নারী ৬ ইঞ্চির চামচ গিলে ফেলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর