পাওয়ার টিলার রেল লাইনে উঠতেই চলে আসে ট্রেন

ট্রেন দুর্ঘটনা।

পাওয়ার টিলার রেল লাইনে উঠতেই চলে আসে ট্রেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারে থাকা মো. আসিফ (১৪) নামের এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত আটটায় মারা যায় সে। রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ দামুড়হুদা উপজেলার জয়রামপুর মালিথাপাড়ার ইয়াস উদ্দীনের ছেলে।

এলাকাবাসী জানায়, বিকেল পাঁচটার দিকে স্থানীয় তিন শ্রমিকসহ আসিফ একটি পাওয়ার টিলারে করে গ্রামের পান বরজে কাজ করতে যাচ্ছিল। জয়রামপুর গ্রামের মাঠপাড়া এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন চলে আসে। এ সময় পাওয়ার টিলার চালকসহ অন্যরা লাফিয়ে চলে গেলেও পাওয়ার টিলারে থেকে যায় আসিফ। পরক্ষণেই ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হয় সে।

তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় এলাকাবাসী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্র জানায়, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না ধাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি পায় তারা।

(নিউজ টোয়েন্টিফোর/জামান/তৌহিদ)