আজ থেকে ধরা যাবে ইলিশ

ফাইল ছবি

আজ থেকে ধরা যাবে ইলিশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অপেক্ষার প্রহর শেষ, আজ সোমবার থেকে ধরা যাবে ইলিশ। এর আগে ইলিশ প্রজনন মৌসুম হিসেবে গত ৭ অক্টোবর থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার।

ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুম হিসেবে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়।
 
এতে বলা হয়, এ সময়ে ৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় অন্যান্য সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে।

নিষেধাজ্ঞা অমান্য করলে ১ থেকে ২ বছর মেয়াদে জেল বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে।

এদিকে গত ২২ দিনে মা ইলিশ ধরার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও অনেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ভেঙে মাছ ধরার অভিযোগ উঠেছে। এজন্য অনেক জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কিংবা আর্থিক জরিমানা গুনতে হয়েছে। বাজারেও বিক্রি হয়েছে ডিমওয়ালা ইলিশ।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর