‘পরিস্থিতি ঠান্ডা করতে’ সৌদি অ্যাটর্নি জেনারেল তুরস্কে

সৌদি অ্যাটর্নি জেনারেল  

‘পরিস্থিতি ঠান্ডা করতে’ সৌদি অ্যাটর্নি জেনারেল তুরস্কে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডের পর সৌদ মুজেব তুরস্ক সফরে গেছেন সৌদির অ্যাটর্নি জেনারেল সৌদ আল-মুজেব। তিনি এরই মধ্যে তুর্কি প্রধান কৌঁসুলি ইরফান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।  

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এ খবর প্রচার করেছে।

খবরে জানানো হয়, সোমবার ইরফান ফিদানের সঙ্গে ইস্তাম্বুল কোর্টহাউজে সাক্ষাৎ করেন সৌদি অ্যাটর্নি জেনারেল।

তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে থাকা জামাল খাসোগি গত ২ অক্টোবর ব্যক্তিগত কিছু কাগজপত্রের জন্য ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেট ভবনে যান এবং সেখান থেকে তিনি আর বের হননি। এ ঘটনায় তুরস্কের কর্মকর্তারা দ্রুতই যে প্রমাণ তুলে ধরেন তাতে বলা হয়- খসোগিকে কন্স্যুলেটের ভেতরে নির্যাতন চালিয়ে হত্যা এবং পরে তার দেহ টুকরো টুকরো করা হয়েছে।

প্রথম দিকে সৌদি আরব হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলেও পরে তা স্বীকার করে।

সৌদি আরব এক পর্যায়ে একথাও স্বীকার করে যে, খাসোগিকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর