'ওয়াশিংটনের সম্মতিতেই খাসোগি হত্যা'

ছবি সংগৃহীত

'ওয়াশিংটনের সম্মতিতেই খাসোগি হত্যা'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগির হত্যায় হোয়াইট হাউজের সম্মতি ছিল বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বেন রডস। সুইজার‍ল্যান্ডের দৈনিক ট্যাগস অ্যানজেইগারকে দেয়া এক সাক্ষাৎকারে ওই খাসোগির হত্যাকাণ্ডের জন্য সৌদির ক্ষমতাধরদেরও তিনি দায়ী করেন। খবর পার্সটুডের।

বেন রডস বলেন, হোয়াইট হাউজের পূর্ব সম্মতি ছাড়া এত বড় অপরাধ সংঘটিত হয়নি।

ওই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাত থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করে রডস। তিনি বলেন, নিজের জীবনে বিন সালমান শুধু একটি আইন অনুসরণ করেন। আর তা হলো- ‘ক্ষমতা গ্রহণ করো এবং তা ধরে রাখো। ’

ওবামার এই উপদেষ্টা বলেন, বিন সালমান মনে করেন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত নিয়ে তিনি যা খুশি তাই করতে পারেন।

সৌদি যুবরাজকে যেকোনো অপরাধ করার সুযোগ করে দেয়ার জন্য রডস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা জানান।

যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েই বিন সালমান ইয়েমেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছেন, কাতারকে অবরুদ্ধে করে রেখেছেন এবং লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন।

উল্লেখ্য, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে প্রবেশ করে নিখোঁজ হন। দীর্ঘ ১৭ দিন খাসোগি সম্পর্কে মিথ্যাচার শেষে ১৯ অক্টোবর সৌদি কর্তৃপক্ষ স্বীকার করে, ওই কনস্যুলেটের ভেতর খাশোগি নিহত হয়েছেন।

 

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর