‌‘চা খাওয়ার দাবি করে পেলাম ডিনার’

জাফরুল্লাহ

‌‘চা খাওয়ার দাবি করে পেলাম ডিনার’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সংলাপের জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে আমন্ত্রণ জানানোয় উচ্ছ্বাস প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘আমরা চা খাওয়ানোর দাবি করেছিলাম, প্রধানমন্ত্রী ডিনার করাবেন। আমাদের কপাল খুলে গেছে। দেশবাসীর কপালও খুলে গেছে।

মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নাগরিক ঐক্যে যোগদান উপলক্ষে মঙ্গলবার দুপুরে নাগরিক ঐক্য আয়োজিত এক সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশবাসী এই অনাচার আর চায় না। হাজার হাজার মানুষ গায়েবি মামলায় হয়রানির শিকার হচ্ছে। এটা প্রমাণ করে, এখানে ইসলামাবাদের শাসন কায়েম হয়েছে।

সভায়  নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, খালেদা জিয়ার সঙ্গে যা করা হচ্ছে, তা নেহাত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা সংলাপে যাব। সাত দফা নিয়ে যাব। সাত দফাই মানতে হবে। কোনো রকম দ্বিধা-দ্বন্দ্বের কিছু নেই, খালেদা জিয়ার মুক্তির দাবি আমাদের দাবি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর