সেলফি তুলতে গিয়ে পদ্মায় ডুবে গেল স্কুলছাত্র!

পদ্মায় নিখোঁজ স্কুলছাত্র!

সেলফি তুলতে গিয়ে পদ্মায় ডুবে গেল স্কুলছাত্র!

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার গেীরীপুরে পদ্মা নদীর হাঁটু পানিতে নেমে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ডুবতে যাওয়া দুই বন্ধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে আশরাফ সিদ্দিকি আবির (১৪) নামের এক স্কুলছাত্রের। সে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং কুঁজিপুকুর গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চেষ্টা করেও ডুবুরি দল তাকে উদ্ধার করতে পারেনি।

 

নদীর পানিতে নিখোঁজ হওয়া আবিরের বন্ধু ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ের বিজয়ফুল প্রতিযোগীতার কারণে সকাল সাড়ে ১০টায় স্কুল ছুটি হয়। এ সুযোগে ১৬ বন্ধু এক সঙ্গে উপজেলার গৌরপুরে পদ্মা নদী দেখতে যায়। তারা সকলেই নবম শ্রেণির ছাত্র। সেখানে তারা নদীর পানিতে হাঁটু পর্যন্ত পা ভিজিয়ে মোবাইল ফেনে সেলফি তুলছিল।

এমন সময় সায়েম ও তানজিল নামে দুই বন্ধু বেশি পানিতে পড়ে ডুবে যেতে থাকে। তাকে উদ্ধার করতে যায় আবির। অন্যান্যদের সহযোগীতায় সায়েম ও তানজিল বেঁচে গেলেও নদীর পানিতে তলিয়ে যায় আবির। খবর পেয়ে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী আফিসার উম্মুল বানীন দ্যুতি ও থানার ওসি নজরুল ইসলাম জুয়েল সহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা, নর্থবেঙ্গল সুগার মিলের কর্মকর্তরা, স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রী সেখানে ছুটে যান।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েলে জানান, রাজশাহীর দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনা স্থলে পৌঁছে বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে উদ্ধারে ব্যর্থ হয়।

নর্থ বেঙ্গল হাইস্কুলের প্রধান শিক্ষক গাওছুল আজম জানান, সরকারের ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ কর্মসূচির উৎসব পালনে আমাদের স্কুল ভেন্যু হিসেবে ব্যবহার হচ্ছে। অ্যাসেম্বলি শেষে আমি স্কুল ছুটি দিয়েছি। ছেলেরা স্বেচ্ছায় পদ্মার ধারে এসেছে।

(নিউজ টোয়েন্টিফোর/নাসিম/তৌহিদ)

সম্পর্কিত খবর