বিশ্বের বৃহত্তম ৮ বিমানবন্দর

হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সংগৃহীত ছবি

বিশ্বের বৃহত্তম ৮ বিমানবন্দর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বড় ভাস্কর্য, বড় সেতু, বড় ভবন, বড় শপিং মল তৈরির প্রতিযোগিতা চলছে দেশে দেশে। সেই প্রতিযোগিতায় আছে বিমানবন্দর তৈরির ক্ষেত্রেও। কেউ সবচেয়ে উচু বিমানবন্দর তৈরি করছে, কেউ সাগরের মধ্যে বিমানবন্দর তৈরি করছে, কেউ করছে সবচেয়ে বড় বিমানবন্দর।   

ইস্তানবুলে তৈরি হচ্ছে নতুন এক বিমানবন্দর, যাকে পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর বলছে তুরস্ক৷ তবে দেখে নেয়া যাক এখন পর্যন্ত পৃথিবীর সর্ববৃহৎ বিমানবন্দরগুলো।

 

বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চীন
এই বিমানবন্দর ২০১৭ সালে ব্যবহার করেছেন ৯ কোটি ৫৮ লাখ মানুষ৷ ২০০৮ অলিম্পিকের আগে তৈরি করা হয়েছিল এই বিমানবন্দরটি৷

দুবাই ইন্টারন্যাশনার এয়ারপোর্ট, আরব আমিরাত
২০১৭ সালে দুবাই বিমানবন্দর ব্যবহার করেছেন ৮ কোটি ৮০ লাখেরও বেশি মানুষ৷ মজার ব্যাপার হলো, এর মধ্যে ৮ কোটি ৭৭ লাখ মানুষই আরবের নন৷ অনেকেই এই বিমানবন্দরে শপিং করতে ভালোবাসেন৷

টোকিও হানেদা এয়ারপোর্ট, জাপান
জাপানের রাজধানী টোকিও’র এই বিমানবন্দরটি বছরে প্রায় ৮ কোটি ৫৪ লাখ মানুষ ব্যবহার করেন৷

লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যুক্তরাষ্ট্র
ছুটিতে ক্যালিফোর্নিয়া গেলে মোটামুটি নিশ্চিত যে, আপনি এই বিমানবন্দরেই নামবেন৷ আটলান্টার মতো না হলেও বছরে প্রায় সাড়ে আট কোটি মানুষ এটি ব্যবহার করছেন৷

ও’হারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শিকাগো, যুক্তরাষ্ট্র
শিকাগোতেও শান্তি নেই জার্মান ফুটবল তারকা বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের ফ্যানদের৷ কারণ, শিকাগো ফায়ারে যোগ দেয়া এই সাবেক বায়ার্ন ও ম্যানইউ তারকাকে বিমানবন্দরে খুঁজে পেতেই খবর হয়ে যাবে৷ কারণ, এই বিমানবন্দর দিয়ে চলাফেরা করা ৭ কোটি ৯৮ লাখ যাত্রীর একজন তিনি৷

লন্ডন হিথ্রো, যুক্তরাজ্য
লন্ডনের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিথ্রো৷ ফি বছর এখান থেকে ৭ কোটি ৮০ লাখ মানুষ বিমানে ওঠানামা করেন৷ আর মাত্র দু’টি রানওয়ে দিয়েই বিমানবন্দরটি তা ম্যানেজ করে৷

হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চীন
২০১৭ সালে এই বিমানবন্দরটি ব্যবহার করেছেন ৭ কোটি ২৬ লাখ ৭০ হাজার যাত্রী৷

সাংহাই পুদং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চীন
সাংহাইয়ে দু’টি বড় এয়ারপোর্ট আছে৷ এর একটি এই পুদং৷ এখানে বছরে ৭ কোটি যাত্রী বিমানে ওঠানামা করেন৷

নিউজ টোয়েন্টিফোর/আরকে

সম্পর্কিত খবর