সাংবাদিক মিঠু হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল

ফাইল ছবি

সাংবাদিক মিঠু হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বেসরকারি টিভি চ্যানেল ‘এটিএন বাংলা’র ক্যামেরাম্যান সফিকুল ইসলাম মিঠুকে হত্যার দায়ে তিন আসামির ফাঁসি বহাল রেখেছে হাইকোর্ট। এরা হলেন, মোঃ রতন মিয়া, মোঃ সুজন ও মোঃ রাজু ওরফে জামাই রাজু। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি নিয়ে বিচারপতি ভাবানী প্রসাদ সিংহ ও বিচারপতির মোঃ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ বুধবার এই রায় দেয়।  
 
২০১০ সালে ৮ মে রাতে অফিস থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন মিঠু।

ছিনতাইয়ের এক পর্যায়ে পরিচয় জানতে পেরে তাকে হত্যা করে আসামিরা। পরে লাশ তুরাগ থানার রোড়মপুর এলাকার বেঁড়িবাঁধের ঢালে ফেলে রেখে যায়। এ ঘটনায় করা মামলায় ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা।
রাষ্ট্রপক্ষে মামলা শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।  

সম্পর্কিত খবর