সাগরে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

সাগরে বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাভা সাগরে ১৮৯ যাত্রী নিয়ে বিধ্বস্ত ইন্দোনেশীয় উড়োজাহাজের ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রচার করেছে।

খবরে জানানো হয়, তল্লাশি জাহাজ বরুনা জায়ার সঙ্গে থাকা ডুবুরি দলের সদস্য হেনড্রা সাগর তলের কাদা ও আবর্জনা সরিয়ে ব্ল্যাক বক্সটি উদ্ধার করার কথা স্থানীয় মেট্রো টিভিকে বলেছেন।  

এর আগে জানিয়েছিলেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা জানিয়েছিলেন, কী কারণে প্রায় নতুন উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছিল, ব্ল্যাক বক্স পেলে সে সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব হবে।

স্থানীয় সময় সোমবার ভোরে জাকার্তার বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ১৩ মিনিট পরই টিন খনির শহর পাংকাল পিনাংয়ের পথে রওনা হওয়া উড়োজাহাজটি নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলার পর সাগরে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটির কোনো যাত্রী আর বেঁচে নেই এটি এখন প্রায় নিশ্চিত।

ডুবুরি দলের সদস্য হেনড্রা বলেছেন, কমলা রংয়ের ব্ল্যাক বক্সটি তারা অক্ষত অবস্থাতেই পেয়েছেন। তবে সেটি ককপিট ভয়েস রেকর্ডার নাকি ফ্লাইট ডেটা রেকর্ডার তা নিশ্চিত করতে পারেননি তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর