যুক্তরাষ্ট্রের মোকাবেলায় ইউরোপকে ইরানের আহ্বান

ট্রাম্প-রুহানি

যুক্তরাষ্ট্রের মোকাবেলায় ইউরোপকে ইরানের আহ্বান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাষ্ট্রের মোকাবেলায় ইরানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। একইসঙ্গে তিনি সারা বিশ্বে মার্কিন একক আধিপত্য প্রতিষ্ঠার বিষয়েও সতর্ক করেছেন।

বৃহস্পতিবার ফিন্যান্সিয়াল টাইমসে লেখা মতামত কলামে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন।

এতে তিনি যুক্তরাষ্ট্রের গত দুই বছরের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে বলেছেন, মার্কিন প্রশাসনের নীতিগুলো সারা বিশ্বের জন্য নতুন ও জটিল সমস্যা সৃষ্টি করেছে।

ইয়েমেন যুদ্ধের জন্য তিনি আমেরিকার কঠোর সমালোচনা করেন।

বলেন, সেখানে প্রতিদিন যে বর্বরতা চালানো হচ্ছে আমেরিকা তার সঙ্গী। পাশাপাশি তিনি মহান ফিলিস্তিনি জাতির কথা তুলে ধরেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, এই জাতিকে অপমান-অপদস্ত করে ধীরে ধীরে নিঃশেষ করা হচ্ছে।

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি সমর্থনের জন্যও  ইরানি প্রেসিডেন্ট আমেরিকাকে দায়ী করেন। ওয়াশিংটনের এসব নীতি মধ্যপ্রাচ্যে অনেক সংকট তৈরি করেছে।

হাসান রুহানি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে- বাণিজ্য, আন্তর্জাতিক চুক্তি এবং অন্যদেশ এমনকি মিত্রদেশগুলোকেও অপমান করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বভাব বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। মতামত কলামে তিনি ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই করা পরমাণু সমঝোতা থেকে ট্রাম্পের বের হয়ে যাওয়ার কথা তুলে ধরেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর