প্রথম টেস্ট জিততে মরিয়া জিম্বাবুয়ে অধিনায়ক

ছবি সংগৃহীত

প্রথম টেস্ট জিততে মরিয়া জিম্বাবুয়ে অধিনায়ক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০১৪ সালে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের যাত্রা শুরু জিম্বাবুইয়ে-আয়ারল্যান্ড ম্যাচ দিয়ে। ২০১৮ তে এসে সেই জিম্বাবুয়েকে দিয়েই সিলেট ভেন্যু পাচ্ছে টেস্টের মর্যাদা।

আগামীকাল শনিবার ৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
ঐতিহাসিক এই টেস্টকে সামনে রেখে আজ শুক্রবার বেলা ১টায় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

ওয়ানডে সিরিজের আগে নিজেদের ফেভারিট দাবি করলেও টেস্ট সিরিজের আগে মত বদলেছেন জিম্বাবুয়ান এই দীর্ঘদেহি ওপেনার।
তিন ম্যাচের ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজের আগে স্বাগতিক বাংলাদেশকে সমীহ করাটাই স্বাভাবিক সফরকারীদের।

মাসাকাদজা জানান, বাংলাদেশ দল খুব ভালো ক্রিকেট খেলে। তাদের টিম কম্বিনেশন দারুণ।

তবে প্রথম টেস্টে আমাদের ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে।

এছাড়া ঢাকা কিংবা চট্রগ্রামের মতো সিলেটের মাঠ ও উইকেট সম্পর্কে ধারণা না থাকলেও এ নিয়ে চিন্তিত নন বলে জানান তিনি। প্রথম ম্যাচ জিততে কতটা মরিয়া তা বোঝা যায় সংবাদ সম্মেলন শেষ করেই অনুশীলনে নেমে পড়া জিম্বাবুয়ে দলকে দেখে। আজকেই প্রথম সিলেট আন্তর্জাতিক এই মাঠে অনুশীলনের সুযোগ পায় সফরকারী দল।

আগামীকাল দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯ টায়। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর থেকে।

 

NEWS24▐ কামরুল
 

সম্পর্কিত খবর