‘ঐক্যফ্রন্টে যোগ দেওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

‘ঐক্যফ্রন্টে যোগ দেওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার কারণে রাজনৈতিক প্রতিপক্ষ গণস্বাস্থ্য কেন্দ্রের ওপর আক্রমণ, হামলা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার দুপুরে রাজধানী ঢাকার ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাফরুল্লাহ চৌধুরী ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলতাফুন্নেসা এই অভিযোগ করেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, তিনি ট্রাস্টি বোর্ডের সাতজন সদস্যের একজন সদস্য মাত্র। এই অবস্থান থেকে তিনি আর সরে আসবেন না।

 
যেকোনো পরিবর্তনের জন্য জনগণকে মূল্য দিতে হয়। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্র ও তাঁর কর্মীরা সেই মূল্য দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন ধরনের হামলা ও কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও র‍্যাবের অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, হামলা-মামলা সবই হয়েছে পূর্বপরিকল্পিতভাবে।

চাটুকাররা এই হামলার মাধ্যমে প্রধানমন্ত্রীকে বিপদে ফেলেছে। তারা কি তার সুনাম বাড়িয়েছে?

গণস্বাস্থ্য কেন্দ্রে হামলার পর মামলা করতে গেলেও সেই মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিশির।

তিনি বলেন, আমরা বৃহস্পতিবার সাভার থানায় তিনটি মামলা ফাইল করেছি। তারা রেকর্ড করেনি। এই পর্যন্ত একটি মামলা হয়েছে। আরও দুটি হবে। থানায় মামলা না নিলে আমরা আদালতে যেতে বাধ্য হব।

র‌্যাব অন্যায়ভাবে গণস্বাস্থ্য কেন্দ্রকে জরিমানা করেছিল বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন জাফরুল্লাহ।

তিনি বলেন, তারা কোথাও কিছু অনিয়ম পায়নি। ডিসকার্ডেড ওষুধ রাখার জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করেছে। যেগুলো আমরা ধ্বংস করার জন্য রেখেছিলাম।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর