মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানাল ইউরোপ

ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন, ব্রিটিশ প্রধানমন্ত্রী মে এবং জার্মান চ্যান্সেলর মারকেল

মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানাল ইউরোপ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে নিন্দা করেছে ফ্রান্স-ব্রিটেন-জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন।

ইরানের বিরুদ্ধে একতরফা মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুক্রবার এক যৌথ বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি এবং ইউরোপীয় অর্থনীতির শীর্ষ তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গভীর দুঃখ প্রকাশ করেন।

এ পরমাণু সমঝোতাকে ইউরোপ ও সারা বিশ্বের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তারা বলেন, তেহরানের সঙ্গে যেসব ইউরোপীয় কোম্পানি বৈধভাবে ব্যবসা করতে চায় তাদেরকে সুরক্ষা দিতে চায় ইউরোপ।

এছাড়া, ইরানের সঙ্গে কার্যকর অথনৈতিক চ্যানেল চালু রাখা এবং ইরান থেকে তেল-গ্যাস কেনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা।

এসব ব্যাপারে সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

২০১৫ সালে ইরানের ওপর থেকে যেসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল আগামী ৫ নভেম্বর থেকে তার সবই আবার আরোপ করা হবে বলে মার্কিন অর্থ মন্ত্রণালয় ঘোষণা করার পর ইউরোপ এই বিবৃতি দিল।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর