নিষেধাজ্ঞা দেওয়ায় ট্রাম্পকে নেতানিয়াহুর ধন্যবাদ

ট্রাম্প-নেতানিয়াহু

নিষেধাজ্ঞা দেওয়ায় ট্রাম্পকে নেতানিয়াহুর ধন্যবাদ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার নেতানিয়াহু বলেছেন, ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য। প্রকৃতপক্ষেই নিষেধাজ্ঞা আসছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ‘নিষেধাজ্ঞা দিয়েছেন’ টুইটারে এমন পোস্টের পর নেতানিয়াহু এই বক্তব্য দিলেন।

তিনি বলেন, আমি বহুদিন ধরে এমন নিষেধাজ্ঞা আরোপের কথা বলে আসছি।

ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা সোমবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে গত মে মাসে বেরিয়ে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক সমস্ত আপত্তি উপেক্ষা করে ইরানের ওপর প্রথম দফা নিষেধাজ্ঞা আরোপ করে।

দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার আওতায় আনা হচ্ছে- ইরানের জাহাজ চলাচল, অর্থনৈতিক ও জ্বালানি সেক্টর।

তবে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা করেছে বিটেন, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন।

তারা বলেছে, ইউরোপের যেসব কোম্পানি ইরানের সঙ্গে বাণিজ্য করছে তাদের সুরক্ষা দেওয়া হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর