৭ নভেম্বরের সংলাপে ফলাফলের প্রতিফলন: ইসি সচিব

নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ

৭ নভেম্বরের সংলাপে ফলাফলের প্রতিফলন: ইসি সচিব

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

৭ নভেম্বরের (প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের) বৈঠকের ফলাফলের প্রতিফলন হতে পারে ৮ নভেম্বরের কমিশন সভায়। এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ।

সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল। তাদের দাবির প্রেক্ষিতে ইসি সচিব এ কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ৭ তারিখে একটি আলোচনা আছে, তারা সেখানে নজর রাখতে বলেছেন। তফসিল ঘোষণার এখতিয়ার একমাত্র নির্বাচন কমিশনের আছে। ৮ তারিখে তফসিলের ঘোষণার বিষয়ে যেহেতু সিদ্ধান্ত হয়ে আছে। ৮ নভেম্বরের কমিশন সভায় ৭ নভেম্বরের (প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের নেতাদের) বৈঠকের ফলাফলের প্রতিফলন হতে পারে।

সংলাপে সমঝোতা হলে তফসিল ঘোষণা পেছাবে কী না- এ বিষয়ে সচিব বলেন, এ বিষয়ে এই মুহূর্তে বলা যাচ্ছে না। ৮ নভেম্বর তফসিল ঘোষণা ও ডিসেম্বরে ভোটগ্রহণের প্রস্তুতি আছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর