'রাজাকারের গাড়িতে প্রথমে পতাকা দিয়েছে আ.লীগ'

ফাইল ছবি

'রাজাকারের গাড়িতে প্রথমে পতাকা দিয়েছে আ.লীগ'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, রাজাকারের গাড়িতে প্রথমে পতাকা বিএনপি তুলে দেয়নি দিয়েছে আওয়ামী লীগ।  আজ মঙ্গলবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, বলা হয়, বিএনপি রাজাকারের গাড়িতে পতাকা তুলে দিয়েছে, যা সঠিক নয়। রাজাকারের গাড়িতে পতাকা আওয়ামী লীগই দিয়েছে।

মহিউদ্দিন ও আশিকুর রহমানের গাড়িতে পতাকা তুলে দেয়া হয়েছে।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি বিএনপি নয়, ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টে যোগ দিয়েছি। নেতাকর্মীদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, আপনাদের পদে পদে বিপদে ফেলা হয়েছে। আপনাদের সঙ্গে আলোচনা না করেই তফসিল ঘোষণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, বোন, একবার সোহরাওয়ার্দী উদ্যানে এসে দেখুন- জনতা কী চায়।

ঐক্যফ্রন্টের নেতাদের উদ্দেশে তিনি বলেন, যদি নির্বাচন সুষ্ঠু চান, লড়াইয়ে জিততে চান, তাহলে বিএনপি আপাতত ভুলে যান। আমি খালেদা জিয়ার মুক্তি চাই না। আমরা চাই শেখ হাসিনার মুক্তি কবে হবে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর