দিনাজপুরে শীর্ষ জঙ্গি রাহাতসহ গ্রেপ্তার ২

জেএমবি’র রংপুর বিভাগের সামরিক শাখার কমান্ডার রাহাত হোসেন ও তার সহযোগি রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব

দিনাজপুরে শীর্ষ জঙ্গি রাহাতসহ গ্রেপ্তার ২

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর থেকে জেএমবি’র রংপুর বিভাগের সামরিক শাখার কমান্ডার রাহাত হোসেন ও তার সহযোগি রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩। রাহাত হোসেন শহরের মুন্সিপাড়ার মোকাররম হোসেনের ছেলে এবং সহযোগী রিয়াজুল ইসলাম সদর উপজেলার রানীগঞ্জ গুড়িয়াপাড়ার মৃত গোমির উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে দিনাজপুর সদরের রেল কলোনী এলাকা থেকে বিশেষ অভিযানে শীর্ষ জঙ্গি ও জেএমবি’র রংপুর বিভাগের সামরিক শাখার কমান্ডার রাহাত হোসেকে গ্রেপ্তার করা হয়। পরে তার তথ্য অনুযায়ী সদর উপজেলার রানীগঞ্জ গুড়িয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে সহযোগী রিয়াজুল ইসলামকে আটক করা হয়।

এ সময় তাদের দুজনের কাছ থেকে তিনটি পিস্তল, ৩২ রাউন্ড গুলি, বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জঙ্গিরা জানায়, প্রায় ৯ বছর ধরে গোপনে জেএমবি’র সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তারা। সেই সাথে তরুণদের উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে আসছিল। তাদের সংগঠনের সাথে জড়িত অন্যান্যদের ব্যাপারে গোপন অনুসন্ধানসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত খবর