'তফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ'

ছবি সংগৃহীত

'তফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তফসিল ঘোষণার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে  তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের পক্ষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সব দল নির্বাচনে অংশ নেবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি।  

নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর।

মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বর ঘোষণা করেন সিইসি।  

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংলাপের মাধ্যমে পর্যবেক্ষক, ৪০টি রাজনৈতিক দল, সাংবাদিক ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সংলাপে তাদের সুপারিশগুলো নিয়ে তা বাস্তবায়ন করা হয়েছে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর