'ইরানিদের ওপর হামলা করতে দেয়া উচিত'

ফাইল ছবি

'ইরানিদের ওপর হামলা করতে দেয়া উচিত'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যেসব ইরানি সামরিক উপদেষ্টা কাজ করছেন তাদের ওপর ইসরায়েলকে হামলার সুযোগ দেয়া উচিত রাশিয়ার। এ কথা বলেছেন সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জেমস জেফরি। খবর পার্সটুডের।

সিরিয়ার কাছে রাশিয়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার পর যখন সিরিয়ার আকাশে ইসরায়েলের বিমানের প্রবেশের সুযোগ একবারেই বন্ধ হয়ে গেছে তখন মার্কিন দূত এ কথা বললেন।

জেমস জেফরি বলেন, সিরিয়ার ভেতরে ইরানি অবস্থানে হামলার অনুমতির বিষয় নিয়ে ইসরায়েল রাশিয়ার সঙ্গে আলোচনা করছে এবং আমরা অবশ্যই আশা করি এই অনুমতি অব্যাহত থাকবে।

মার্কিন দূত আরও বলেন, যুক্তরাষ্ট্র সেখানকার স্বার্থটা বোঝে এবং ওয়াশিংটন ইসরায়েলকে সমর্থন দিচ্ছে।  সিরিয়া থেকে ইরানি সামরিক উপদেষ্টাদের বের করে দেয়ার চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন। জেমস জেফরি আরও বলেন, সিরিয়ায় এখন কাজ করছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইরান ও তুরস্কের সেনারা।

এটা একটা বিপজ্জনক অবস্থা।

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর