বঙ্গবন্ধু স্যাটেলাইট বুঝে পেল বাংলাদেশ

ছবি সংগৃহীত

বঙ্গবন্ধু স্যাটেলাইট বুঝে পেল বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেসের কাছ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পূর্ণ নিয়ন্ত্রণ বুঝে নিয়েছে বাংলাদেশ সরকার।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) কার্যালয়ে ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেস থেকে স্যাটেলাইটের নিয়ন্ত্রণ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বুঝে নেয়।

পরবর্তীতে একই অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্যাটেলাইট-১ এর নিয়ন্ত্রণ বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর কাছে হস্তান্তর করে।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, বিসিএসসিএল চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিটিআরসি চেয়ারম্যান মোঃ জহুরুল হক, ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

গত ১১ মে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। নিজ কক্ষপথ ১১৯ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছানোর পর এটির ইন অরবিট টেস্টসহ (আইওটি) নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা সবই সম্পন্ন হয়েছে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর