বেনাপোলের ধানক্ষেতে অর্ধকোটি টাকার সোনা

বেনাপোলের ধানক্ষেতে অর্ধকোটি টাকার সোনা

যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালির খলশি সীমান্ত থেকে এক কেজি ওজনের ৫০ লাখ টাকা দামের একটি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার খলশি স্কুলের পাশে একটি ধানক্ষেত থেকে সোনার বারটি উদ্ধার করা হয়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খলশি সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমান বিজিবি সদস্যদের নিয়ে খলশি স্কুলের পাশে একটি ধানক্ষেতে অবস্থানে নেন।

 

ওই পাচারকারী সোনার বার নিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় ধাওয়া করেন বিজিবি সদস্যরা। পাচারকারী সোনার বারটি ফেলে পালিয়ে যান। এ সময় সেখান থেকে এক কেজি ওজনের একটি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

উদ্ধার করা সোনা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর