ক্যালিফোর্নিয়ার ভয়াবহ আগুনে  নিহত বেড়ে ২৩

ছবি সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার ভয়াবহ আগুনে নিহত বেড়ে ২৩

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জন। বুট্টে কাউন্টি শেরিফ এবং মৃতদেহ পরীক্ষক করি হোনিয়া বলেছেন, শনিবার আরও ১৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। খবর সিএনএনের।

হোনিয়া বলেন, আগুনে বিধ্বস্ত প্যারাডাইস শহর থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, সাতজনের মৃতদেহ ঘরের ভেতর এবং তিনজনের মরদেহ বাইরে পাওয়া গেছে। আর বাকি চারজনের মধ্যে দুজনের মৃতদেহ গাড়ি এবং অন্যান্য এলাকার বাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ পাওয়া গেছে।

শনিবার শক্তিশালী বাতাস কমে গেলে ক্যালিফোর্নিয়ার ইতিহাসের তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ডের একটি কিছুটা শান্ত হয়। এই আগুনে রেকর্ড সংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিন লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

কিন্তু কর্মকর্তারা বলছেন, রোববার থেকে আবারও শক্তিশালী বাতাস বইতে শুরু করবে এবং তাই কাউকে ঘরবাড়িতে না ফেরার নির্দেশ কার্যকর থাকবে।  দমকলকর্মীদের এবং মানুষদের এই ভালো আবহাওয়া দেখে ধোঁকা না খেতে সতর্ক করে দিয়েছেন।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর