মুশফিক-মুমিনুলের ব্যাটে ৩০৩ বাংলাদেশের

মুমিনুল-মুশফিক

মুশফিক-মুমিনুলের ব্যাটে ৩০৩ বাংলাদেশের

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দিনের আর মাত্র ৫ ওভার ৫ বল খেলা বাকি ছিল। ঠিক এমন সময় তিরিপানোর বলে শর্ট পয়েন্টে টেইলরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন মুমিনুল হক। তবে আউট হওয়ার আগে ১৬১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।  

১৬১ রান করে দিনের শেষের দিকে আউট হলেন মুমিনুল হক।

তিরিপানোর বলে শর্ট পয়েন্টে টেইলরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

রোববার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নেমেই উদ্বোধনী দুই ব্যাটসম্যানকে হারিয়ে মহা চাপে পরে টাইগাররা। এর মধ্য লিটন ৯ ও ইমরুল ০ রান করেন।

পরে মিটুন নেমে তিরিপানোর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাত্র ৪ রানে। দলীয় ২৬ রান টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে পুরোনো অসুখে ভুগতে থাকে স্টিভ রোডসের শিষ্যরা।

তবে মুমিনুল হক ও মুশফিকুর রহিম মিলে ২৬৬ রানের বিশাল জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েন এই দুজন।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩০৩ রান। মুশফিকুর রহিম ১১১ রান নিয়ে ব্যাট করছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন ভায়রা মাহমুদুল্লাহ রিয়াদ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর