মিয়ানমারে দুই বিদেশি সাংবাদিক আটক

মিয়ানমারে দুই বিদেশি সাংবাদিক আটক

মিয়ানমারে দুই বিদেশি সাংবাদিক আটক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি’র দুই সাংবাদিককে আটক করেছে মিয়ানমারের পুলিশ। মিয়ানমারের পার্লামেন্ট এলাকার কাছে ড্রোন উড়ানোর অভিযোগে আজ শনিবার সকালে তাদের আটক করা হয়।

এসময় তাদের সঙ্গে আটক করা হয়েছে তাদের দোভাষী ও গাড়ির চালককে। আটক দু’সাংবাদিক হলেন, লাউ হন মেং ও মক চোই লিন।

খবর রয়টার্স'র।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে খবরে বলা হয়, প্রথমজন সিঙ্গাপুর থেকে এবং দ্বিতীয় জন মালয়েশিয়া থেকে গিয়েছেন সেখানে। তাদেরকে আটক করে মিয়ানমারের রাজধানী নেপিদোতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে মিয়ানমার ও তুরস্কের মধ্যে উত্তেজনার মাঝেই নতুন করে সাংবাদিক গ্রেপ্তারে পরিস্থিতি আরো উত্তেজনাকর হয়ে উঠতে পারে।

 

তবে বিস্তারিত না জানালেও পুলিশ কর্মকর্তা শয়ে থাউং বলেছেন, তারা মোট চারজনকে আটক করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কিনা সে বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি। তিনি শুধু বলেছেন, এখনও বিষয়টিতে আমরা তদন্ত করছি। এ বিষয়ে আর কিছু বলা যাবে না।  

এদিকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তুরস্কের টিভি টিআটি। এ নিয়ে এ বছর মিয়ানমারে আটক করা সাংবাদিকের সংখ্যা দাঁড়ালো সাত।

সম্পর্কিত খবর