‘গোটা ইসরাইল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায়’

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র

‘গোটা ইসরাইল হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায়’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ক্ষেপণাস্ত্র ও রকেটের দিক থেকে হিজবুল্লাহ'র অবস্থান এখন বিশ্বের ৯৫ শতাংশ সেনাবাহিনীকে ছাড়িয়ে গেছে। এ তথ্য জানিয়েছে মার্কিন 
ও ইসরাইলি থিংক ট্যাংক ‘জিনসা’।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শক্তি ন্যাটো জোটভুক্ত সব ইউরোপীয় দেশের ক্ষেপণাস্ত্র শক্তির চেয়েও বেশি বলে স্বীকার করে জিনসা'র প্রতিবেদনে বলা হচ্ছে, আগ্রাসনের শিকার হলে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো প্রতিপক্ষের ওপর মারাত্মক আঘাত হানবে। হিজবুল্লাহর কাছে এখন এক লাখ ২০ হাজার থেকে এক লাখ ৪০ হাজার ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে।

তারা বলছে, ২০০৬ সালেও হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল মাত্র ১০ হাজার।

হিজবুল্লাহকে ভয়ানক উল্লেখ করে মার্কিন ও ইসরাইলি এই থিংকট্যাংক জানায়, ইসরাইলের নিয়ন্ত্রণাধীন প্রতি ইঞ্চি ভূখণ্ড এখন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এবং এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা বিভিন্ন পর্যায়ের। হিজবুল্লাহর ২৫ হাজার সদস্য যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলেও তারা দাবি করেছে।

২০০০ সালে হিজবুল্লাহ লেবাননের দক্ষিণাঞ্চলকে ইসরাইলের দখলমুক্ত করেছে।

দেশরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে জনগণের মাঝে সংগঠনটির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর