পদ্মায় বিকল স্পীডবোটকে ফেরির ধাক্কা, নিখোঁজ ২

ফেরির ধাক্কায় স্পীডবোট ডুবি। প্রতীকী

পদ্মায় বিকল স্পীডবোটকে ফেরির ধাক্কা, নিখোঁজ ২

মাদারীপুর প্রতিনিধি

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে পদ্মা নদীতে ফেরির ধাক্কায় স্পীডবোট ডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় দুই যাত্রী নিখোঁজ রয়েছে। পুলিশ, নৌপুলিশ, ফায়ার সার্ভিস মাঝ নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে। নিঁখোজ যাত্রীদের নাম ও পরিচয় যানা যায়নি বলে জানিয়েছে পুুলিশ।

রোববার সন্ধ্যায় শামীম মাদবরের মালিকানাধীন একটি স্পীডবোট ২৪জন যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি ঘাটের উদ্দ্যেশে ছেড়ে আসে।

হঠাৎ করে স্পীডবোটটি চায়না চ্যানেলের কাছে বিকল হয়ে পড়ে। এসময় ডাম্ব ফেরির সঙ্গে ধাক্কা লেগে স্পীডবোটটি ডুবে যায়। এসময় ২২ যাত্রী তীরে উঠতে সমর্থ্য হলেও এখনও ‍দুজন যাত্রী নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানায়।

ঘটনার পরই শিবচর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে আটটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুজনের তল্লাসী চলছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন মোল্লা জানান, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট ডুবির ঘটনায় দুই যাত্রী নিখোঁজ রয়েছে। স্পীডবোট বিকল হয়ে গেলে ফেরির ধাক্কায় তা ডুবে যায়। উদ্ধার তৎপরতা চলছে।

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর