খুলনায় কর মেলা ১৩-১৯ নভেম্বর

কর মেলা ১৩-১৯ নভেম্বর

খুলনায় কর মেলা ১৩-১৯ নভেম্বর

৭৭ করদাতাকে সম্মাননা
নিজস্ব প্রতিবেদক, খুলনা

কর প্রদানে সচেতনতা বৃদ্ধি ও করভীতি দূর করতে খুলনায় প্রতিবছরের মতো কর মেলার আয়োজন করা হয়েছে। মহানগরীর বয়রা কর ভবনে আগামী ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুলনা অঞ্চলের ৭৭ জন করদাতাকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হবে।

রোববার কর অঞ্চল খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এসব কথা জানান কর কমিশনার মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, বর্তমানে খুলনা অঞ্চলে ৩ লাখ ৪২ হাজার করদাতা রয়েছেন। এর মধ্যে ২০১৭ সালে কর মেলায় রিটার্ন দাখিল করেন ৬২ হাজার ৫৪১ জন। মেলায় করদাতা হিসেবে সেবা গ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার।

কর কমিশনার বলেন, মেলার মাধ্যমে করদাতাদের কর প্রদানে উৎসাহিত করা হয়।

এবার মেলায় নতুন করদাতা তথ্য প্রদান করে ই-টিন ও বর্তমান করদাতা ই-রেজিষ্ট্রেশন করতে পারবেন। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।

জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে খুলনা অঞ্চলে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১০০ কোটি টাকা। যার মধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা আদায় হয়। চলতি অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে খুলনা কর আপীল অঞ্চলের কমিশনার প্রশান্ত কুমার রায়, কর কর্মকর্তা মো. মঞ্জুর আলম, খালিদ শারিফ আরেফিন, হাসানুর রহমান উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/শাহীন/তৌহিদ)

সম্পর্কিত খবর