খালেদার মনোনয়ন ফরম তুললেন ফখরুল, নজরুল, আব্বাস

নিজের জন্য মনোনয়ন ফরম কিনছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদার মনোনয়ন ফরম তুললেন ফখরুল, নজরুল, আব্বাস

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া ৭ আসন থেকে খালেদার জিয়ার পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস। এছাড়া নিজের জন্য ঠাকুরগাঁও-১ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন মির্জা ফখরুল।

সোমবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।

ফরম তোলার সময় বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য মোটেও কোনো পরিবেশ নেই।

নির্বাচনে অংশগ্রহণ আমাদের আন্দোলনের অংশ। এর মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সরকার ও নির্বাচন কমিশন অনতিবিলম্বে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না করলে আমরা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।

সোমবার সকাল ১০টা ৪৮ মিনিটে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম ক্রয়ের মাধ্যমে মনোনয়ন বিতরণ শুরু করে বিএনপি।

প্রথমে ফেনী-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বগুড়া-৬ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বগুড়া-৭ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।