ফকিরাপুল-কাকরাইল বিএনপির দখলে

নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর

ফকিরাপুল-কাকরাইল বিএনপির দখলে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে উত্তাল রয়েছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। কাকরাইল-নাইটেঙ্গেল থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত চলছে এ অবস্থা।

নাইটেঙ্গেল মোড়ে সাজোয়া যান নিয়ে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে।

আর বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছে দলের কার্যালয় থেকে ফকিরাপুল মোড়ের দিকে।

বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের সাজা বাতিল সহ নানা স্লোগান দিচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে। কার্যালয়ের সামনে রুহুল কবির রিজভীসহ কয়েকজন শীর্ষ নেতাও অবস্থান করছে।

তারা শান্তিপূর্ণভাবে নেতাকর্মীদের অবস্থান নিতে বলছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পুরো নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ নেতাকমীরা। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর